আর্কাইভ থেকে দেশজুড়ে

টয়লেট থেকে শিক্ষার্থী উদ্ধার: প্রধান শিক্ষক শোকজ, আয়া বরখাস্ত

টয়লেট থেকে শিক্ষার্থী উদ্ধার: প্রধান শিক্ষক শোকজ, আয়া বরখাস্ত

চাঁদপুরের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে এক শিক্ষার্থীকে ১১ ঘণ্টা পর উদ্ধারের ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ এনে আয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ঘটনায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান শিক্ষক মো. আমীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস ছুটির পর বিদ্যালয়ের বাথরুমের আটকা পড়েন এসএসসি পরীক্ষার্থী শারমিন। পরে রাত ১০টার দিকে ১১ ঘণ্টা পর তাকে উদ্ধার করে এলাকাবাসী।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন টয়লেট | শিক্ষার্থী | উদ্ধার | প্রধান | শিক্ষক | শোকজ | আয়া | বরখাস্ত