আর্কাইভ থেকে জাতীয়

ইভ্যালির সম্পদের খোঁজ চলছে: বাণিজ্যমন্ত্রী

ইভ্যালির সম্পদের খোঁজ চলছে: বাণিজ্যমন্ত্রী

ইভ্যালি প্রতিষ্ঠার পর বিজ্ঞাপনের পেছনে ব্যাপক অর্থ খরচ করেছে। বিভিন্ন খেলাধুলায় বিজ্ঞাপন দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রচারের পেছনে বিপুল অর্থ ব্যয় করে মানুষের সামনে এসেছে। সস্তায় মোটরসাইকেল কিংবা অন্য পণ্য কিনে অনেক গ্রাহক লাভমান হয়েছে। সেই লাভের ভাগিদার সরকার নয়, গ্রাহক। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, বর্তমানে ১০ থেকে ১২টি কোম্পানির প্রতারণার ঘটনা সামনে এসেছে। ধামাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজার হাজার ই-কমার্স রয়েছে। করোনাকালে ই-কমার্সে ব্যবসা করে মহিলারা সংসার চালানোর চেষ্টা করেছেন। এটি ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতার মাধ্যম হচ্ছে ই-কমার্স। এখন ই-কমার্স বন্ধ করা সম্ভব নয়। আগামীতে ই-কমার্স ব্যবসায়ীরা যাতে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে না পারে সেদিকে নজর রাখছে সরকার।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে মাত্র ১০-১২টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই সামগ্রিকভাবে অনলাইন প্রতিষ্ঠানকে খারাপ বলা যাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন ইভ্যালির | সম্পদের | খোঁজ | চলছে | বাণিজ্যমন্ত্রী