আর্কাইভ থেকে দেশজুড়ে

জীবিত কৈ মাছ গলায় আটকে কিশোরের মৃত্যু

জীবিত কৈ মাছ গলায় আটকে কিশোরের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে জীবিত একটি কৈ মাছ গলায় আটকে মনিরুজামান মন্টু (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ রোববার (২১ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোর মনিরুজামান মন্টু ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের পুত্র। মন্টুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে মন্টু সহপাঠীদের নিয়ে ঘারুয়া বিলে মাছ ধরতে যায়। এ সময়ে পানির মধ্যে হাত দিয়ে একটি কৈ মাছ ধরে ফেলে। পরে পায়ের নিচে আর একটি মাছের সন্ধান পায়। তখন প্রথম কৈ মাছটি মন্টু দাঁত দিয়ে কামড়ে ধরে, দ্বিতীয় মাছটি পায়ের নিচ থেকে ধরতে যায়।

এমন সময় কামড়ে ধরা জীবিত কৈ মাছ হঠাৎ মুখের মধ্যে ঢুকে গলায় আটকে যায়। মন্টুর চিৎকারে সহপাঠীরা দ্রুত তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মন্টু মারা যায়।

মন্টুর চাচা আতিয়ার জানান, মন্টু গ্রামের মধ্যে সবার পরিচিত মুখ ছিল। মন্টু এভাবে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাওয়াটা খুবই মর্মান্তিক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহসিন ফকির জানান, গলায় কৈ মাছ আটকে যাওয়ায় কিশোরকে হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন জীবিত | কৈ | মাছ | গলায় | আটকে | কিশোরের | মৃত্যু