আর্কাইভ থেকে জাতীয়

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে । এদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। 

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন । 

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসাধু পন্থা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য । করেনোর কারনে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ঢাকার বাইরে সাত বিভাগে সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি । 

উপাচার্য জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে। 

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত হাজার একশ ৪৮ টি আসনের বিপরীতে আবেদন করেছেন, তিন লাখ ২৪ হাজার তিনশ ৪০ জন শিক্ষার্থী। 

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবির | ভর্তি | পরীক্ষা | শুরু | ১ | অক্টোবর