রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাবিতে ঢাবির ক ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী।
শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের সিট বসানো হয়। এছাড়াও শিক্ষার্থীরা পরীক্ষা রুমে প্রবেশের তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। একই সাথে তাদের হ্যান্ডস্যানিটাইজার দেয়ার পর পরীক্ষার রুমে প্রবেশ করানো হয়।
পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে একটি রুমে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান নিয়ে বেশ সুনাম আছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও সুনামের সাথে শেষ করতে পারবো।
এদিকে ২ অক্টোবর একই সময়ে পরীক্ষা শুরু হবে খ ইউনিটের। এতে পরীক্ষার্থী এ ইউনিটে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৩৭১ জন।
এছাড়া ৯ অক্টোবর শনিবার চ ইউনিটে ১ হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিবেন।
অন্যদিকে ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে ১ হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার ১ জন শিক্ষার্থী অংশ নিবেন।