ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী নাগা চৈতন্য ও সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
এদিকে সিনেমায় নাগা ও সাই পল্লবীর চুম্বন দৃশ্য রয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে সাই পল্লবী বলেন, ‘চুমুগুলো মিথ্যা ছিল। আমি কখনোই চুম্বন দৃশ্য করিনি। পরিচালক শেখর কামুলা আমাকে এ বিষয়ে কোনো ঝামেলাও করেননি। লাভ স্টোরি সিনেমায় নাগা চৈতন্যকে চুমু খাইনি। ক্যামেরাম্যান এমনভাবে ক্যামেরা ধরেছেন যেন মনে হয় চুমু খাচ্ছি।’
অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচেন সাই পল্লবী। এই অভিনেত্রী বলেন, ‘গত কুড়ি বছরে কোনো নাচের প্রতিযোগিতায় আমি জিততে পারিনি। নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি কিন্তু জিতিনি।’
পর্দায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সাই বলেন, ‘যদি সিনেমায় চরিত্র ভালো হয় অভিনয় এমনিতেই চলে আসে।’
‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। অ্যামিগোস ক্রিয়েশন্স এবং শ্রী ভেঙ্কটেশ্বরা সিনেমাসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন নারায়ণ দাশ কে নারাঙ্গ এবং পুসকার মোহন রাও। নাগা-সাই পল্লবী ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— রাজিব কানাকালা, উত্তজ, দেবযানী, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি, ঈশ্বরী রাও ও সত্যম রাজেশ প্রমুখ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এস