আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারত থেকে এলো করোনা টিকার দ্বিতীয় চালান

ভারত থেকে এলো করোনা টিকার দ্বিতীয় চালান

ভারত থেকে দ্বিতীয় দফায় ২০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা ২৫ মিনিটের দিকে করোনা টিকার দ্বিতীয় চালান স্পাইস জেটের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ভ্যাকসিন পৌঁছায়।

এসময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহন করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও বেক্সিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে রাত সাড়ে ১১টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পাঁচটি ফ্রিজার ভ্যান ভ্যাকসিন বহনে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে। অবতরণের প্রায় দেড়ঘণ্টা পর রাত ২টার দিকে ভাকসিনবাহী বেক্সিমকোর ফ্রিজার ভ্যানগুলো বিমানবন্দর থেকে গাজীপুরের দিকে রওনা দেয়। 

ভারতের সেরাম ইনস্টিটিউট ৩ কোটি ডোজ কেনা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে ৫০ লাখ ডোজ দেশে আসে। এর আগে গত ২৫ জানুয়ারি দেশে আসে প্রথম করোনার টিকার প্রথম চালান। পরে ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গত দশ কার্যদিবসে এ পর্যন্ত ১৫ লাখ ৮৩ হাজার ৩৬৮ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আর গেলো মাসের ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশ সরকারকে বিশ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন উপহার দেয়। এ নিয়ে নিয়ে দেশে ৯০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।  

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | এলো | করোনা | টিকার | দ্বিতীয় | চালান