বিএনপি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ফখরুল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে

এসময়ে ভারতীয় হাই কমিশনার জানান, দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুস্থ করতেও তারা আগ্রহী

বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর  দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এ ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতীয় কোনও প্রতিনিধি দলের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি