ঢাকার দোহারের পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে দোহারের কুতুপুর নৌ-পুলিশ।
বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) ভোরে এ অভিযান চালায় নৌ-পুলিশ।
এসময় পদ্মানদী থেকে এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারের নির্দেশে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেয়া করা হয়। সেই সাথে জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহারের কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ মোঃ শামছুল আলম ও এএসআই জসিম উদ্দিন সহ নৌ পুলিশের একটি দল।
আটকৃতরা হলেন, ফরিদপুর সদরপুরের জব্বর শিকদার কান্দি গ্রামের পানজু শিকদারের ছেলে কালাম শিকদার(৪০), একই উপজেলার হামেদ জংগী কান্দি এলাকার জাহাঙ্গীর জংগীর ছেলে জাকির হোসেন (১৯), মজিদ মোল্ল্যা তা কান্দি এলাকার কুদ্দুস আকন্দর ছেলে দুলাল আকন্দ (২০), মাঝিকান্দা এলাকার শহর আলী খলিফার ছেলে মোঃ হান্নান খলিফা (২৮)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।