আর্কাইভ থেকে ক্যাম্পাস

ছাত্রলীগ কমিটির সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন নির্যাতিত শিক্ষার্থী

ছাত্রলীগ কমিটির সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন নির্যাতিত শিক্ষার্থী
ছাত্রী নির্যাতনের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গঠিত কমিটির তদন্তের শেষ দিন আজ। রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন জমা দেয়ার কথা। এখনো ভুক্তভোগী ছাত্রী ফুলপরীর সঙ্গে কথা হয়নি কমিটির। শেষ দিন ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে ডাকেন তদন্ত কমিটির সদস্যরা। তবে ক্যাম্পাসে যেতে ভয় পাচ্ছেন ভুক্তভোগী ছাত্রী। তাই অনলাইনে তার সাক্ষাৎকার নেয়ার কথা জানায় কমিটি। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসক ও ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ১৮, ২০ ও ২২ ফেব্রুয়ারি বিভিন্ন কমিটির ডাকে মোট তিনবার পৃথকভাবে ঘণ্টার পর ঘণ্টা ক্যাম্পাসে এসে সাক্ষাৎকার দেন ভুক্তভোগী ও অভিযুক্তরা। সে সময় ছাত্রলীগের তদন্ত কমিটি অভিযুক্তদের সঙ্গে কথা বললেও ফুলপরীর সাক্ষাৎকার নিতে পারেনি। এদিকে চার সদস্যবিশিষ্ট ছাত্রলীগের কমিটির পাঁচ কার্যদিবসের শেষ দিন আজ। তাই সাক্ষাৎকারের জন্য ভুক্তভোগীকে ক্যাম্পাসে ডেকেছে কমিটি। এ বিষয়ে ফুলপরী বলেন, ‘তাদের প্রয়োজন হলে আমার বাসায় আসতে পারেন। আমাকে যেতে হলে নিরাপত্তা দিতে হবে।’ ফুলপরী বাবা বলেন, ‘আমরা নিরাপত্তা শঙ্কায় ভুগছি। তাই আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তদন্ত কমিটির আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক বলেন, ‘আজ আমাদের তদন্ত কার্যক্রমের শেষ দিন। ওই মেয়ের সঙ্গে এখনো কথা বলা হয়নি। তাই আমরা ডেকেছিলাম। কিন্তু সে যদি না আসে আমরা অনলাইনে সাক্ষাৎকার নেবো।’ এদিকে ছাত্রলীগ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথা জানালেও প্রক্টরিয়াল বডিকে জানানো হয়নি। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমাকে কোনো পক্ষই তেমন কিছু জানায়নি। তবে ওই ছাত্রী যখনই চাইবে তাকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত।’

এ সম্পর্কিত আরও পড়ুন ছাত্রলীগ | কমিটির | সঙ্গে | কথা | বলতে | ভয় | পাচ্ছেন | নির্যাতিত | শিক্ষার্থী