আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবকে নিয়ে যা বললেন তামিম

সাকিবকে নিয়ে যা বললেন তামিম
অনেক দিন ধরেই ‍গুঞ্জন চলছে, জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। একে অপরের সঙ্গে কথা বলাও নাকি বন্ধ, যা বিভাজন তৈরি করেছে জাতীয় দলে। দুই জনের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থও হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর নয়। এবার এসব ইস্যুতে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে তামিম ইকবাল বলেন, ‘পরিষ্কার করে বলছি যে, বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। তিনি বলেন, আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের দু’জনের সম্পর্কে কোনো সমস্যা নেই।’ তামিম বলেন, সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।আমি কোনো পার্থক্য দেখি না, সবকিছুই স্বাভাবিক। উল্লেখ্য, শনিবার (২৫ ফেব্রুয়ারি) নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা- এই গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং নিয়ে ভীত এবং আমি সম্প্রতি এ ব্যাপারে জানতে পেরেছি। পাপনের এই সাক্ষাৎকারে যখন বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়, তখনই ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিডিয়ার মুখোমুখি হলেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবাল বলেন, ‘আমরা দু’জন দুজনের জায়গা থেকে বাংলাদেশের জন্য যতটুকু করণীয় কাজ ততটুকু করি। মাঠে আমাদের দু’জনের পূর্ণ আত্মনিবেদন থাকে। সেখানে কোনো ব্যক্তিগত দ্বন্দের কোনো চিন্তাই আসে না।

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবকে | নিয়ে | তামিম