আফ্রিকার কঙ্গোতে নৌকাডু ৫০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। কঙ্গো নদীতে গত সপ্তাহে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়। কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শনিবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ৫০ মরদেহ উদ্ধার হলেও এখনো ৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মংগালার গভর্নরের মুখপাত্র নেস্টর ম্যাগবাডো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত পাওয়া গেছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তার কোনো সঠিক তথ্য নেই। তবে নিখোঁজের সংখ্যা ধারণা করা হয়েছে নৌকার ধারণক্ষমতার ওপর ভিত্তি করে।
তিনি আরও বলেন, রাতের সময় খারাপ আবহাওয়া এবং নৌকাটিতে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ফেব্রুয়ারিতে মাই-নডোম্বে প্রদেশের লংগোলা ইকোটি গ্রামের কাছে যাত্রীবাহী একটি নৌকা কঙ্গো নদীতে ডুবে যায়। তখন ওই ঘটনায় অন্তত ৬০ জন মারা যায়।
এস