চাঁদপুরের হাইমচর এলাকায় জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শরীফ মাহমুদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর নৌ-পুলিশের পরিদর্শক মো. কালাম খা আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষ হলে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে এপিপি আইনজীবী শরীফ মাহমুদ সায়েম, মাসুদ প্রধানীয়া, ইয়াসিন আরাফাত ইকরাম, শাহজাহান খান এবং আইনজীবী শামিম হোসেন, মিল্টন ও তোফায়েল উপস্থিত ছিলেন।
গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা জাহাজ থেকে ৫ জনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান।
গতকাল, মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে এই ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান’কে গ্রেপ্তার করে র্যাব।
আজ র্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়, নিয়মিত বেতন-ভাতা ও ছুটি না পাওয়ার জেরে এমভি আল-বাখেরা জাহাজের মাস্টারের প্রতি ক্ষিপ্ত ছিলেন আকাশ। ঘটনার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে মাস্টারকে হত্যা করেন তিনি। এরপর চিন্তা করেন, অন্যরা জীবিত থাকলে তিনি সহজেই ধরা পড়ে যাবেন। তখন জাহাজে থাকা বাকি সবাইকে হত্যার পরিকল্পনা করেন তিনি। জাহাজে থাকা অন্য সাতজনকে আঘাত করেন। এর মধ্যে একজন বেঁচে যান।
এম এইচ//