বাংলাদেশের প্রশাসনিক কার্যালয়ের আঁতুড়ঘর সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস বলছে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫২ মিনিটের দিকে তারা সচিবালয়ে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১ টা ৫৪ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে যান। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।
এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। জানা যায়, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি প্রথমে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আগুন লাগার কারণ ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এম এইচ//