টি-টোয়েন্ট বিশ্বকাপের সপ্তম আসর শুরু হতে সময় বাকি ৯ দিন। এরইমধ্যে সব দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। রোববার (১০ অক্টোবর) অংশগ্রহণকারী দলগুলো তাদের ঘোষিত স্কোয়াডে কাটাছেঁড়া করতে পারবে। সেই সুযোগে গত রাতে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তিনটি পরিবর্তন আনে পিসিবি। এর একদিন পর আজ আরেকটি পরিবর্তন আনলো একবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটি। ইনজুরি আক্রান্ত শোয়েব মাকসুদের স্থানে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ শোয়েব মালিককে।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে শোয়েব মাকসুদের পরিবর্তে শোয়েব মালিককে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি পিসিবি টুইটারের মাধ্যমে নিশ্চিত করে।
এর আগে গত রাতে পাকিস্তান তাদের বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনে। ব্যাটার আজম খান এবং তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের স্থানে ডাক পান অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, প্রতিশ্রুতিশীল বিধ্বংসী ব্যাটার হায়দার আলি এবং আগের স্কোয়াডে রিজার্ভে থাকা বাঁহাতি ওপেনার ফখর জামান। সাম্প্রতিক পারফরম্যান্স এবং ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ফর্ম বিবেচনায় ক্রিকেটের দ্বিতীয় মহাযজ্ঞের দলে এ তিন পরিবর্তন আনে পিসিবি।
গত বুধবার চোটের কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল মাকসুদের। তাই হাসপাতালে যেতে হয় তাকে। সেখানে এমআরআই করানোর পরই শোয়েব মালিককে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
২০০৭ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসরেই পাকিস্তানের হয়ে অংশ নেন মালিক। ২০০৯ সালে শিরোপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১০ সালে অংশ না নিলেও ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে দেশের জার্সিতে অংশ নেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ইতোমধ্যে এ মহারণের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দলের ব্যাট-বলের লড়াই দেখার। কারণ দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় বৈশ্বিক ইভেন্ট ছাড়া এখন ইন্দো-পাক লড়াই দেখা যায় না।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
এস