ভারতের ছত্তীসগড়ে বিবাহিত মহিলাদের জন্য ভাতা প্রকল্পের দুর্নীতি তদন্তে করতে গিয়ে বেরিয়ে এল মারাত্মক তথ্য। সরকারি নথি যাচাই করতে গিয়ে দেখা গেল সরকারি ভাতা পাচ্ছে সাবেক পর্নস্টার ও অভিনেত্রী সানি লিওন। এর ফলে প্রতি মাসে তার অ্যাকাউন্টে ঢুকছে এক হাজার টাকা।
রাজ্যের বিজেপি সরকারের মাহাতারি বন্দন যোজনা-র অধীনে বিবাহিত মহিলাদের দেয়া হচ্ছে মাসে এক হাজার টাকা। তদন্ত করতে গিয়ে দেখা গেছে মাসে মাসে ওই টাকা ঢুকছে সানি লিওন নামে এক মহিলার অ্যাকাউন্টে।
তদন্তে উঠে এসেছে সানি নিওনের নামে ওই অ্যাকাউন্ট খুলেছিলেন বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তি। তার নামে পুলিশে অভিযোগ করা হয়েছে। যে সরকারি কর্মী ওই যোজনার সার্ভে করেছিলেন তাকেও অভিযুক্ত করা হয়েছে।
ছত্তীসগড় পুলিশ জানায়, ওই জালিয়াতি হয়েছে রাজ্যের তালুর গ্রাম। ওই ঘটনা সামনে আসতেই জেলা শাসক হরিশ এস দুর্নীতির বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
এনিয়ে এবার সুর চড়িয়েছে কংগ্রেস। দলের রাজ্য সভাপতি দীপক বিজি বলেন, মাহাতারি বন্দন যোজনার অর্ধেক বেনিফিসিয়ারিই ভুয়ো।
পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী অরুণ সাউ। তিনি বলেন, রাজ্যের মহিলারা ভাতা পেয়ে এখন বিজেপির দিকে ঝুঁকছেন। তাতেই গাত্রদাহ হচ্ছে কংগ্রেসের।
জেএইচ