টুকিটাকি

পুলিশের চাকরিতে আবেদন করলেন সানি লিওনি!

পুলিশের চাকরিতে আবেদন করলেন সানি লিওনি!
পুলিশে চাকরি খুঁজছেন সানি লিওনি। ভর্তির পরীক্ষাতেও বসেছেন এই অভিনেত্রী। বিশ্বাস হচ্ছে না? ইতোমধ্যেই তার নামে একটি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় অ্যাডমিট কার্ডের সেই ছবি ভাইরাল হয়েছে। ব্যাপারটা কী? আসলে ভারতের উত্তর প্রদেশের পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য বিজ্ঞাপন বেরোয়। এরপর পরীক্ষার দিন ঠিক হয়। দেখা গেছে, এই পদে আবেদন করেন সানি লিওনি নামে জনৈক পরীক্ষার্থী। তার নামে একটি অ্যাডমিট কার্ডও পাওয়া গেছে। সেই পরীক্ষার্থী নির্দিষ্ট দিনে পরীক্ষাতেও বসেছেন বলে শোনা যাচ্ছে। অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হয়েছে পরীক্ষা কেন্দ্র কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। ১৭ ফেব্রুয়ারি, শনিবার ছিল সেই পরীক্ষা। রেজিস্ট্রেশনের জন্য একটি মোবাইল নম্বরও ব্যবহার করেছেন পরীক্ষার্থী সানি লিওনি। জানা গেছে, সেই নম্বর উত্তর প্রদেশের মাহোবার এক বাসিন্দার। আবার রেজিস্ট্রেশন ফর্মে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা মুম্বাইয়ের। এদিকে, গোটা বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন এমন কোনও অ্যাডমিট কার্ড নিয়ে কেউ পরীক্ষা দিতে আসেনি। পুলিশ কর্মকর্ততারা আবার জানাচ্ছেন, এটি ভুয়ো অ্যাডমিট কার্ড। কোনও এক প্রার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর ছবি ব্যবহার করে এমন কাণ্ড ঘটানো হয়েছে। যে রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে ওই অ্যাডমিট কার্ডের নম্বর মিলেছে, তা ইতোমধ্যেই তলব করা হয়েছে। জানা গেছে, কনৌজ পুলিশের সাইবার সেল মামলাটির তদন্তে নেমেছে। প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা। যোগী রাজ্যের প্রতিটি জেলায় দু'টি করে শিফটে এই পরীক্ষা চলছে। তবে এক প্রার্থীর ছদ্মবেশে গত দু'দিনে উত্তর প্রদেশ থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ প্রসঙ্গে, রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার বলেন, 'মোট ১২২ জনের মধ্যে ১৫ জনকে অসৎ উপায় পরীক্ষার হলে ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মউ, প্রয়াগরাজ ও সিদ্ধার্থনগর থেকে ন'জন করে গ্রেপ্তার হয়েছে। গাজিপুর থেকে আটজন, আজমগড়ে সাতজন, গোরক্ষপুরে ছয়জন, জৌনপুরে পাঁচজন, ফিরোজবাদে চারজন, কৌশাম্বি ও হাথরসে তিনজন, ঝাঁসি, বারাণসী, আগ্রা ও কানপুর থেকে দু'জন করে এবং বালিয়ায় একজন গ্রেপ্তার হয়েছে।'

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশের | চাকরিতে | আবেদন | সানি | লিওনি