আর্কাইভ থেকে বাংলাদেশ

পূজামণ্ডপের আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

পূজামণ্ডপের আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বগুড়ায় পূজামণ্ডপে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) জেলার শেরপুর উপজেলায় ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্ষিতিশ মাহাতো বুদু, গেদু ও পলাশ মাহত। তাদের বাড়ি একই এলাকায়।

জানা যায়, বিশালপুরের চুরকুটা গ্রামে একটি মণ্ডপের চারপাশে অস্থায়ীভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এই আলোকসজ্জার তারের পাশে কাপড় শুকানো তার ছিল। সেই তারে কোনোভাবে বিদ্যুতের সংযোগ পেয়ে বিদ্যুতায়িত হয়ে যায়। গেদু মাহত ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে পলাশ ও খিতিশ স্পৃষ্ট হন।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে পূজামণ্ডপে আলোকসজ্জায় সংযোগ দেয়া বৈদ্যুতিক তারে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে কারও গাফলতি থেকে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন পূজামণ্ডপের | আলোকসজ্জার | তারে | বিদ্যুৎস্পৃষ্টে | ৩ | জনের | মৃত্যু