বিএনপি

আইনের শাসন না থাকলে দেশের কেউই নিরাপদ নয়: তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বে কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু, সেটা বড় বিষয় নয়। ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশে আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেন।

তারেক রহমান বলেন,  রাষ্ট্র ও সমাজে আইনের শাসন থাকলে আমরা সবাই নিরাপদ থাকব। দেশে আইনের শাসন ছিল না বলেই প্রধান বিচারপতি হয়েও এস কে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল। পলাতক স্বৈরাচার আমলে দেশে আদালত আর আয়নাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর স্বাধীনভাবে কথা বলছে। আইনের শাসন থাকলে নির্ভয়ে জীবন যাপন করতে পারবে দেশের মানুষ।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সংখ্যালঘু | আইন