স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছন, ‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধদের স্থান এদেশে নেই। ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে এই উৎসব উদযাপন করব। এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো’।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর স্বামীবাগে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দিরে পুজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন ।
এসময় মন্ত্রী আরো বলেন, যারা নিজের স্বার্থের জন্য দেশে অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে তাদের দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ আছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী পংকজ নাথ এমপি সহ অন্যানরা এসময় উপস্থিত ছিলেন।