খেলাধুলা

জ্যোতির পর ফারজানার ব্যাটেও সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

নিগার সুলতানা জ্যোতি যখন সেঞ্চুরি হাঁকিয়েছেন, ফারজানা হক পিংকি কেনো পিছিয়ে থাকবেন! একই ম্যাচে দুজন দুজনের প্রতিপক্ষ। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। নিগারের ১৫৩ রানের ভার নিয়ে ৮ উইকেট হারিয়ে ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। ১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে উত্তরাঞ্চল। ১ উইকেট হারিয়ে ২০৪ রান তোলার পর দুই দলের মতামতে ড্র হয় ম্যাচটি।

ফারজানা ও ইসমা তানজিমের উদ্বোধনী জুটি ১৯৬ রান তোলে। ফারজানার ব্যাটে ২২৬ বলে আসে অপরাজিত ১০২ রান। অন্যদিকে ইসমা মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেন নিগার ও ফারজানা। সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের দুই নারী। নিগারের ব্যাটেই প্রথমে সেঞ্চুরি আসে, এর দুই ওভার পর সেঞ্চুরি করেছিলেন ফারজানা। আর আজ প্রতিপক্ষ হয়েও একই দিনে সেঞ্চুরি করে নাম লেখালেন ইতিহাসে।

প্রথমবারের মতো বাংলাদেশের নারী ক্রিকেটারদের নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন হচ্ছে। প্রথম জয়টি পেয়েছে দক্ষিণাঞ্চল। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ৩ দিনের ম্যাচে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারায় দক্ষিণ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ফারজানা হক পিংকি | নিগার সুলতানা জ্যোতি | উত্তরাঞ্চল | মধ্যাঞ্চল