আর্কাইভ থেকে ক্রিকেট

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে শীর্ষস্থান অক্ষুণ্ণ আর্সেনালের

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে শীর্ষস্থান অক্ষুণ্ণ আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলির একমাত্র গোলে লিস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মিকেল আর্তেতার দল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির মুখোমুখি হয় আর্সেনাল। প্রথমার্ধে ত্রসার গোল ভিএআর’র বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাতিল হয়ে যায়। সাকার নেওয়া কর্নার কিক সুইং করে ভেতরে ঢোকে। সেটি পাঞ্চ করে সরিয়ে দেন লেস্টারের গোলকিপার ওয়ার্ড। বল গিয়ে পড়ে গ্রানিত জাকার পায়ে। তিনি পাস বাড়ান ত্রসারকে। দুর্দান্ত এক শটে বল জালে পাঠান বেলজিয়ামের ফরোয়ার্ড। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে রেফারি জানান গোলের আগে বেন হোয়াইট লিস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে ফাউল করেছেন। দ্বিতীয়ার্ধ শুরুর ৪৬ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেওয়া গোলটি দুর্দান্ত এক কোনাকুনি শটে জালে জড়ান মার্টিনেলি। ত্রসার বাড়ানো পাসে ঠান্ডা মাথায় আর্সেনালকে এগিয়ে দিতে কোন ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ জয়ে ২৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৭। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান তৃতীয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলিয়ান | ফরোয়ার্ডের | গোলে | শীর্ষস্থান | অক্ষুণ্ণ | আর্সেনালের