আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় ভাঙারি দোকানে সরকারি বই বিক্রির সময় জব্দ

গাইবান্ধায় ভাঙারি দোকানে সরকারি বই বিক্রির সময় জব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরের শিপের বাজারের শাহজাহান শেখের ভাংরির দোকান থেকে মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই উদ্ধার করা হয়েছে। গেলো রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা  চামেলি বেগম বস্তাভর্তি ৪২৭ পিস বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। ওজন করা সময় সাধারণ জনগণ টের পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে। ইউপি সদস্য ফিরোজ কবির উপস্থিত হয়ে তাদের দু'জনকে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ জানান,  আইনি ব্যবস্থা গ্রহণ না করে ফোনে ওই শিক্ষিকাকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষিকা চামেলি বেগম বলেন, বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স ভাল করার জন্য গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, জেলায় বিভিন্ন স্থানে বই বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোবিন্দগঞ্জের ঘটনাতেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গোবিন্দগঞ্জ আসনের স্থানীয়  সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন,  এঘটনায়  শিক্ষক এবং নৈশ প্রহরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমিক  অফিসারকে নির্দেশ দেওয়া  হয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের জানান, চামেলি বেগমের স্বামী সাবেক প্রধান শিক্ষকের করা মামলা জনিত কারণে আমি ঢাকায় অবস্থান করছি। রাতে অফিস সহকারীর মারফত বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি কাম্য নয়। আমি ফিরে এসে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সম্মতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | ভাঙারি | দোকানে | সরকারি | বই | বিক্রির | সময় | জব্দ