আর্কাইভ থেকে ক্রিকেট

নিজস্ব ধরনের টি-টোয়েন্টি খেলতে চায় টাইগাররা: মাহমুদউল্লাহ

নিজস্ব ধরনের টি-টোয়েন্টি খেলতে চায় টাইগাররা: মাহমুদউল্লাহ

পাওয়ার হিটিংয়ে সক্ষমতা কম থাকায় স্কিলে ভরসা বাংলাদেশের। সেজন্য নিজস্ব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায় টাইগাররা। জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। 

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে ফ্লপ ক্রিকেটাররা। দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার মোস্তাফিজুর রহমানও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আইপিএলের ফাইনালের অপেক্ষায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ না খেললেও মূল লড়াইয়ের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী।  

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে টিম বাংলাদেশের। তামিমের না থাকা নাঈম শেখ ও লিটনের জন্য বড় সুযোগ বলে মনে করছেন মাহমুদউল্লাহ। তার মতে, স্পিন ডিপার্টমেন্ট বাংলাদেশের মূল শক্তির জায়গা।

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি টিম হিসেবে আমাদের উন্নতির জন্য অনেক জায়গা আছে। আমরা আমাদের নিজস্ব ধরনের ক্রিকেট খেলতে চাই। কারণ, আমরা পাওয়ার হিটিং থেকে স্কিলে বেশ এগিয়ে। বেশ কয়েক বছর ধরে আমরা স্পিনে শক্তিশালী। পেস বোলাররাও যদি তার সঙ্গে ভালো করতে পারে। তবে দারুণ একটা কম্বিনেশন হবে।’ 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন নিজস্ব | ধরনের | টিটোয়েন্টি | খেলতে | চায় | টাইগাররা | মাহমুদউল্লাহ