আর্কাইভ থেকে জাতীয়

বায়তুল মোকাররমে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

বায়তুল মোকাররমে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার একটি ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ মুসল্লিরা।  ওই মিছিল কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। 

শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে কয়েকশ লোক এই বিক্ষোভ মিছিলে সমাবেত হয়। 

দুপুর ২টা থেকে শুরু হয়ে প্রায় ১০ মিনিট পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। আর এই পুরো সময় পল্টন, কাকরাইল, বিজয় নগর, ফকিরাপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে মিছিলকারীদের একটি অংশ পুলিশের ওপর ঢিল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। সেখান থেকে একজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও পড়ুন বায়তুল | মোকাররমে | বিক্ষোভ | পুলিশের | সঙ্গে | ধাওয়াপাল্টা | ধাওয়া