আর্কাইভ থেকে জাতীয়

যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে: রেলমন্ত্রী

যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে: রেলমন্ত্রী
টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না। যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে। অন্যের নামে কাটা টিকিটে ভ্রমণ করা যাবে না। করলে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে। বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে রেল কর্মকর্তাদের হাতে পিওএস (পয়েন্ট অব সেলস) মেশিন হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি। "টিকিট যার, ভ্রমণ তার" এ স্লোগান সামনে রেখে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের ভোগান্তি রোধে এর আগেও রেলপথ মন্ত্রণালয় একাধিক উদ্যোগ নিয়েছে। একটি নতুন জিনিস বাস্তবায়ন করতে গেলে নানা প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যাত্রীরা সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে আরও ভালো সেবা পাবেন। তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। প্রাথমিকভাবে আন্তঃনগর এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে সব লোকাল ট্রেনেও এ সেবা চালু করা হবে। নুরুল ইসলাম সুজন বলেন, এখন থেকে টিকিট কেটে যাত্রা বাতিল করতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই টাকা ফেরত পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসেই এই সেবা পাবেন। অনলাইনে যেকোনো জায়গা থেকে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন। মন্ত্রী বলেন, যাত্রীদের সুযোগ-সুবিধার জন্যই এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন যার | টিকিট | তাকেই | ভ্রমণ | করতে | হবে | রেলমন্ত্রী