দেশজুড়ে

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালতএকই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে। মামলায় আরেক আসামি মোছা সাহিদা বেগমকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোসা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন এবং সুমাইয়া খাতুন (সুরুভি) পরস্পরকে ভালোবেসে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকে ইসমাইল যৌতুকের জন্য স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

এর এক পর্যায়ে, ২০২০ সালের ১৯ জুন, দুপুরে ইসমাইল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যান। ঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর আজ আদালত এই রায় প্রদান করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ