বিশ্বের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারের প্ল্যাটফর্ম চীনা অ্যাপ ‘টিকটক’। বিশ্বে ২০০ কোটির বেশি ব্যবহারকারী আছে টিকটকের। তো এই টিকটকে লাইভ ভিডিও করছিলেন এক দম্পতি। বিপত্তি বাধলো যখন নাকি ভিডিও-এর একটা পর্যায়ে স্ত্রীর গালে চড় মেরে বসেন ওই ব্যক্তি। আর এতেই কপাল পোড়ে তার। পড়েন আইনি সংকটে। অবশেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ঘটনাটি ঘটেছে স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সোরিয়াতে।
নারীর প্রতি হিংস্র আচরণ করার দায়ে আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে ওই ব্যক্তিকে। যদিও ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনতে রাজি ছিলেন না, কিন্তু দেশের আইন অনুযায়ী কারাবাস হয় তার, যা কোনোভাবেই এড়াতে পারলেন না তিনি।
২৮ জানুয়ারি সকালে টিকটক লাইভে আসেন ওই দম্পতি। অংশ নেন একটি লাইভ ‘ব্যাটেলে’, যেখানে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তার স্বামী ছাড়াও ছিলেন আরও দুই পুরুষ। তারা ঝামেলা-ঝঞ্ঝাটে জড়াবেন, মারামারি করবেন আর তা সরাসরি টিকটকে দেখানো হবে—এমনটাই ছিল নিয়ম। পরে দর্শকদের ভোটে একজন বিজয়ী নির্বাচিত হবেন।
ভিডিও-এর একপর্যায়ে স্ত্রীর গালে কষিয়ে চড় মারতে দেখা যায় অভিযুক্ত এক ব্যক্তিকে। চড় খেয়ে কেঁদে ফেলেন ওই নারী। পরে এ ভিডিও ভাইরাল হয়। শুরু হয়ে যায় ঘটনার আলোচনা-সমালোচনা। যদিও ওই নারী এ জাতীয় কোনো অভিযোগ আনতে রাজি ছিলেন না; কিন্তু আইন তো আইনের পথেই হাঁটবে। ফলে দেশীয় আইনের ঝামেলা এড়াতে পারেননি ওই ব্যক্তি। পুলিসের অভিযোগের প্রেক্ষিতে স্পেনের এক আদালত অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।
ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যে এক নারীর প্রতি সহিংস আচরণ করেছেন। এ জন্য তাকে এক বছরের জন্য জেলে যেতে হবে। এছাড়া আগামী তিন বছর তিনি তার স্ত্রীর ৩০০ মিটারের মধ্যে যেতে পারবেন না। ৩০০ মিটার মানে কার্যত ১ হাজার ফুট। অর্থাৎ, স্ত্রীর কাছ থেকে বাকি সময়টা তাকে কয়েক হাজার ফুট দূরে থাকতে হবে!
স্পেনে আসলে লিঙ্গভিত্তিক যেকোনো হিংস্রতার ঘটনায় কঠোর শাস্তি পেতে হয়। সে দেশে এ-বিষয়ক আইন যথেষ্ট কড়া।
এ মামলার রায় ঘোষণার সময়ে বিচারক বলেন, লিঙ্গভিত্তিক হিংস্রতার ঘটনায় ভুক্তভোগী কোনো অভিযোগ জানালেন কিনা, সেটা মোটেই তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি পেতেই হবে। অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে তার স্ত্রীকে মারধর করেছেন, তাই শাস্তি দেয়া হয়েছে তাকে।
সূত্র: এনডিটিভি
এ সম্পর্কিত আরও পড়ুনবউয়ের | কাছ | থাকতে | হবে | হাজার | ফুট | দূরে