হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তিনি। তার চিকিৎসার খোজঁ-খবর নেন ফখরুল।
নাম জানাতে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের একটি সূত্র জানিয়েছে , শনিবার কর্মীসভার প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রামে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে থেকে ফেরার পথে রাত ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার পাশে আধাঘণ্টার বেশি সময় থাকেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রোববার (১৭ অক্টোবর) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন।
১২ অক্টোবর জ্বর আসার কারণে ও আগের চিকিৎসার অবস্থার ফলোআপ করাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।
মুক্তা মাহমুদ