আর্কাইভ থেকে আইন-বিচার

কাকরাইলে সংঘর্ষ: খেলাফত আন্দোলনের নেতাসহ ৪ হাজার আসামি

কাকরাইলে সংঘর্ষ: খেলাফত আন্দোলনের নেতাসহ ৪ হাজার আসামি

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

শুক্রবার রাত ১২টার পর পুলিশের পক্ষ থেকে পল্টন ও রমনা থানায় মামলা দুটি করা হয়। 

পল্টন থানায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ২ হাজার ৫০০ জনকে ও রমনা থানার মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামী করা হয়েছে। এরইমধ্যে ২১ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, তার থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে। মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কাকরাইলে | সংঘর্ষ | খেলাফত | আন্দোলনের | নেতাসহ | ৪ | হাজার | আসামি