আর্কাইভ থেকে বাংলাদেশ

কেরালায় ভারি বর্ষণ, ভূমিধসে নিহত ১৫

কেরালায় ভারি বর্ষণ, ভূমিধসে নিহত ১৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালার কোট্টায়াম ও ইদুক্কি জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।

রোববার ও সোমবার প্রভু আয়াপ্পা ভক্তদের প্রদেশের সবরিমালা মন্দির পরিদর্শনে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার সাবারিমালা মন্দিরে রোববার ও সোমবার ভক্তদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ছয়টি জেলার রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যটির আরও দুটি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছিল।

ভারি বৃষ্টিতে কোট্টায়াম ও ইদুক্কির কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে। এ ছাড়া কোট্টায়ামে ১২ জন নিখোঁজ রয়েছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন কেরালায় | ভারি | বর্ষণ | ভূমিধসে | নিহত | ১৫