আর্কাইভ থেকে ক্রিকেট

স্কটল্যান্ডের জার্সি ডিজাইনারের বয়স মাত্র ১২!

স্কটল্যান্ডের জার্সি ডিজাইনারের বয়স মাত্র ১২!

বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে স্কটল্যান্ড। দারুণ ক্রিকেটীয় পারফরম্যান্সের সঙ্গে নজর কেড়েছে তাদের পরা বেগুনি-কালো রঙের জার্সিটাও। তবে অবাক করা বিষয় হচ্ছে, সুন্দর এই জার্সিটি ডিজাইন করেছে মাত্র ১২ বছর বয়সী এক স্কুল ছাত্রী। 

এই স্কুল ছাত্রীর নাম রেবেকা ডাউনি। ইস্ট লোথিয়ানে বেড়ে ওঠা এই বাচ্চা মেয়ের করা ডিজাইনটি পেছনে ফেলেছে প্রায় ২০০ ডিজাইনকে। অবশ্য বিশ্বকাপের জার্সির জন্য মূলত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকেই ডিজাইন সংগ্রহ করে দেশটির ক্রিকেট বোর্ড। 

বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট স্কটল্যান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, 'স্কটল্যান্ডের জার্সি ডিজাইন করেছে ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। সে আমাদের প্রথম খেলা টিভিতে দেখেছে, সে যে ডিজাইনটা করেছে তা গর্বের। আবারও ধন্যবাদ রেবেকা।'

দেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে করা ডিজাইনটি যে মনোনীত হয়ে যাবে তা ভাবেননি খোদ রেবেকাও। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'প্রথমে এই প্রতিযোগিতার কথা শুনে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম, আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। বাস্তবে এই জার্সি দেখে আমি খুবই খুশী, এটা দুর্দান্ত দেখাচ্ছে।'

স্কটিশ খেলোয়াড়রা ওমানের উদ্দেশ্যে যাত্রা করার আগে জার্সিটি প্রদর্শন করা হয়। এডিনবার্গে স্কটল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা ও তার পরিবার। সেখানেই স্কটিশ খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত করেন ১২ বছর বয়সী এই কিশোরী। 

সেই অভিজ্ঞতা জানিয়ে রেবেকা বলেন, 'ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে পারা এবং জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে দেখাটা ছিলো অসাধারণ। বিশ্বকাপে দলকে সমর্থন জানাতে আমি জার্সি পরে উৎসাহ জুগিয়ে যাব।'

এস

এ সম্পর্কিত আরও পড়ুন স্কটল্যান্ডের | জার্সি | ডিজাইনারের | বয়স | মাত্র | ১২