রাজনীতি

গুলশানের বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ ও সিএসএফ সদস্যদের কড়া নিরাপত্তা প্রটোকলে তাদের গুলশানের ওই বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় জাইমা রহমান হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।

গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। ডা. জুবাইদা ও জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 

বাড়ির আশপাশে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এ সময় রাস্তার দুপাশে অবস্থান নেওয়া বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে শুভেচ্ছা জানান। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ ও ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, তারেক রহমান বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে নির্ধারিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিমানবন্দর #জুবাইদা রহমান #জাইমা রহমান #তারেক রহমান