আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে পাচারের সময় সোনার বারসহ আটক ১

ভারতে পাচারের সময় সোনার বারসহ আটক ১

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪টি সোনার বারসহ নজরুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সীমান্তের রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত নজরুল ইসলাম উপজেলার রায়ভাগ গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

হিলি বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয়। 

এসময় নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে রেললাইন ক্রসিং করে সামনের দিকে এলে তাকে থামানোর জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

পরে তার মোটরসাইকেল থেকে ৪টি সোনার বার উদ্ধার করা হয় যার ওজন ৪০ ভরি এবং আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। বারগুলো মোটর সাইকেলে অভিনব কায়দায় রাখা ছিল।

এছাড়াও একটি পালসার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ৪টি সিম কার্ড জব্দ করেন বিজিবি।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | পাচারের | সময় | সোনার | বারসহ | আটক | ১