আর্কাইভ থেকে বাংলাদেশ

মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত আগামী ১৯ নভেম্বর : কাদের

মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত আগামী ১৯ নভেম্বর : কাদের

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আগামী ১৯ নভেম্বর। স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য আরও কিছু সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী উপস্থাপনীয় অভিযোগ নিয়ে আলোচনা হবে ওই দিন। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এসব কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় এসব বিষয় উত্থাপিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা হবে। উত্থাপিত হবে।

ওবায়দুল কাদের বলেন, পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের পর বিএনপি প্রশ্ন তুলেছে। আসলে যেকোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন। তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন, সম্পদ লুট করেছিলেন? নারীরা কেন নির্যাতনের শিকার হয়েছিল?

এ সম্পর্কিত আরও পড়ুন মেয়র | জাহাঙ্গীরের | বিষয়ে | সিদ্ধান্ত | আগামী | ১৯ | নভেম্বর | | কাদের