আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সাত প্লাটুন বিজিবি মোতায়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সাত প্লাটুন বিজিবি মোতায়ন
স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমান থমথমে অবস্থা বিরাজ করায়  ওই এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে উপাচার্যের আদেশক্রমে প্রদীপ কুমার পাণ্ডে জনসংযোগ দপ্তর (প্রশাসক) থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী (১২ মার্চ) রোববার ও (১৩ মার্চ) সোমবার অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী (১৪ মার্চ) মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে। অপরদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো সংঘর্ষ চলছে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থী সাথে সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুরের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।   প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় বাসের সিটে বসাকে কেন্দ্র করে বাস সুপারভাইজার ও স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পাসের বিনোদপুর গেটে কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর পুলিশ বক্সসহ আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়েছে।            

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহী | বিশ্ববিদ্যালয় | বন্ধ | ঘোষণা | সাত | প্লাটুন | বিজিবি | মোতায়ন