আর্কাইভ থেকে ফুটবল

মক্কায় ওমরাহ করলেন জামাল ভূঁইয়ারা

মক্কায় ওমরাহ করলেন জামাল ভূঁইয়ারা
ফিফা উইন্ডোতে ব্রুনাই ও সিশেলসের সঙ্গে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হতে যাওয়া আসন্ন এই ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে সৌদি আরবে নিজেদের প্রস্তুতি সারছেন লাল-সবুজের জার্সিধারীরা।
May be an image of 2 people and people standing
May be an image of 2 people and people standing
রোববার (১২ মার্চ) অনুশীলন ছিল না জামাল ভূঁইয়াদের। ছুটির দিনে মদিনা থেকে মক্কার যান দলের ২০ জন ফুটবলার ও ৫ জন কোচিং স্টাফ। সৌদি ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মদিনা থেকে মক্কা যায় বাংলাদেশ কন্টিনজেন্ট।
May be an image of 7 people, people standing and indoor
May be an image of 7 people, people standing and indoor
মক্কায় পৌঁছে সৌদি সময় দুপুর আড়াউটা থেকে পাঁচটা পর্যন্ত ওমরাহ পালন করেন তারা। নিজ পরিবার, ফুটবলের উন্নয়নের পাশাপাশি দেশের জন্যও দোয়া করেছেন তারা। ওই দিন বিকেলে ওমরাহ শেষে মক্কা থেকে ফের মদিনার ফিরেন তারা। সোমবার (১৩ মার্চ) সৌদি সময় বিকেলে আবার বল নিয়ে অনুশীলন করবেন জামালরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন মক্কায় | ওমরাহ | জামাল | ভূঁইয়ারা