আর্কাইভ থেকে এশিয়া

সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক গৃহবন্দি

সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক গৃহবন্দি

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘেরাওয়ের পর তাকে গৃহবন্দি করে। এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সৌদিভিত্তিক আল হাদাথ টিভির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সুদানের সামরিক বাহিনী দেশটির বেসামরিক নেতৃত্বের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ রয়েছেন।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আল হাদাথ টিভি বলেছে, সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল-ফিকি সুলিমান এবং সুদানের রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেপ্তার করা হয়েছে।

সামরিক বাহিনী খার্তুম শহরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা ও সেতু বন্ধ করে দিয়েছে।

দেশটির প্রধান গণতান্ত্রিকপন্থী রাজনৈতিক দল সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন সোমবার সামরিক বাহিনীর পদক্ষেপকে আপাত সামরিক অভ্যুত্থান বলে অভিহিত করেছে এবং জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে দেশটিতে টেলিযোগাযোগ অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়েছে। তাই কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন।

এ সম্পর্কিত আরও পড়ুন সুদানের | প্রধানমন্ত্রী | আব্দুল্লাহ | হামদক | গৃহবন্দি