আর্কাইভ থেকে ক্রিকেট

শেষ দিকে মন্থর রানের চাকা, চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

শেষ দিকে মন্থর রানের চাকা, চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ ম্যাচে টস জিতে দারুণ সংগ্রহ করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে অর্ধশতকের পর লিটন দাশে ঝড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু শেষ সময়ে এসে মন্থর হয়ে যায় রানের চাকা। শেষ পাঁচ ওভারে বাউন্ডারি এসেছে মাত্র ১ টি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। আজ মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচণা করেছিল টাইগার দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে অর্ধশতক করার পর দলীয় ৫৫ রানের মাথায় আদিল রশিদের হাতে ভেঙ্গে যায় সেই জুটি। ব্যক্তিগত ২৪ রানের মাথায় রনি তালুকদার আউট হয়ে ফিরে যান সাজঘরে। রিভার্স সুইপ করতে গিয়ে ফিরতি ক্যাচ চলে যায় বোলার আদিল রশিদের কাছে। সেই বল তালুবন্ধি করতে ভুল করেননি তিনি। রনি তালুকদারের বিদায়ের পর অর্ধশতক তুলে নিয়ে ইংলিশ বোলারদের কুপোকাত করেন লিটন। তবে ব্যক্তিগত ৭৩ রানে ক্রিস জর্ডানের শিকার হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন শেষ | দিকে | মন্থর | রানের | চাকা | চ্যালেঞ্জিং | সংগ্রহ | বাংলাদেশের