আর্কাইভ থেকে ক্রিকেট

ফুটবল খেলতে গিয়ে হাসপাতালে মিরাজ

ফুটবল খেলতে গিয়ে হাসপাতালে মিরাজ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলন চলাকালে ফুটনল খেলতে গিয়ে চোট পান মেহেদী হাসান মিরাজ। এ ঘটনায় টাইগার এই অলরাউন্ডারকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টা থেকে  সিলেটে অনুশীলন শুরু করে টাইগাররা। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। এমন সময় পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের মাথায়। সঙ্গে সঙ্গেই মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন, পরে মিরজাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নেওয়া পর মিরাজকে সিটি স্ক্যান করা হয়। তবে স্বস্তির খবর, সিটি স্ক্যানের রিপোর্টে তেমন ভয়ের কিছু আসেনি। এরপর তাকে নেওয়া হয় চোখের চিকিৎসকের কাছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’ এদিকে গতকাল অনুশীলন করতে গিয়ে আঙুলে আঘাত পান প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় তার চোট সারতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে। যে কারণে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।    

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবল | খেলতে | গিয়ে | হাসপাতালে | মিরাজ