জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এর আগে ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদে আসর নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সকালে শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তার মরদেহ নির্বাচনি এলাকা স্বরূপকাঠীতে নেওয়া, সংসদ ভবন ও রেড ক্রিসেন্ট প্রধান কার্যালয়ে জানাজা করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শুধুমাত্র ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদে বাদ আসর জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বুধবার (১৮ মার্চ) ভোর রাত ৩টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল হক জামাল। পরে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে তার মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সেনানিবাসের পোস্ট অফিস এলাকায় তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। আসর পর্যন্ত সেখানেই মরদেহ থাকবে।