গুগল প্লে স্টোর থেকে ধীরে ধীরে একটি জনপ্রিয় ফিচার হারিয়ে যাচ্ছে। প্লে স্টোরের সাম্প্রতিক আপডেট (ভার্সন ৪৪.১)-এ দেখা যাচ্ছে, ‘শেয়ার অ্যাপস’ ফিচারটি সরিয়ে দেয়া হয়েছে।
শেয়ার অ্যাপস ফিচারটি ২০২১ সালে চালু হয়েছিল। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট কানেকশন ছাড়াই খুব সহজেই তাদের মোবাইলে ইনস্টল করা অ্যাপ অন্যদের সঙ্গে শেয়ার করতে পারতেন।
এই ফিচারটি কাজ করত গুগলের ‘ফাস্ট শেয়ার টেকনোলজি’র মাধ্যমে। তবে, সাম্প্রতিক আপডেটের পর এটি আর পাওয়া যাচ্ছে না। প্রথমে এই পরিবর্তন নজরে আসে নাইনটুফাইভগুগল-এর মাধ্যমে।
গুগল এখনও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কারণ প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, এই পদক্ষেপ নেয়ার কারণ হতে পারে সুরক্ষার বিষয়টি। পিয়ার-টু-পিয়ার (পি২পি) শেয়ারিং সিস্টেমের মাধ্যমে ম্যালওয়্যার বা পাইরেটেড অ্যাপ ছড়ানোর ঝুঁকি থেকে যায়। হয়তো সেই কারণেই গুগল চুপচাপ এই ফিচারটি সরিয়ে ফেলেছে।
যদিও এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের একটি বড় অংশকে সমস্যায় ফেলতে পারে। বিশেষত, যারা ইন্টারনেট ছাড়াই অ্যাপ শেয়ারিংয়ের সুবিধা উপভোগ করতেন।
গুগল এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি বা বিকল্প কোনো সমাধান দেয়নি। তবে, এটি নিয়ে গ্রাহকদের মধ্যে জল্পনা চলছে।
জেডএস/