আর্কাইভ থেকে বাংলাদেশ

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৬ জন

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৬ জন

অতিরিক্ত সচিব থেকে সচিব হলেন প্রশাসনের ছয় কর্মকর্তা। তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সই করা প্রজ্ঞাপনে বলা হয়-

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) অমিতাভ সরকারকে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

পদোন্নতি পেয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহনাজ আরেফিন।

কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) পরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে পদোন্নতি দিয়ে আইএমইডির নতুন সচিব করা হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে পদোন্নতি পেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে পদোন্নতি দিয়ে নতুন ধর্ম সচিব নিয়োগ দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন পদোন্নতি | পেয়ে | সচিব | ৬ | জন