নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য আনন্দের খবর। ব্যস্ত কর্মজীবনের মাঝে দীর্ঘ সময় ধরে ঘুরতে বা পরিবারসহ অবকাশ কাটানোর সুযোগ পাওয়া মেলে না। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি একত্রিত হলে ছোট্ট এক ভ্রমণ বা বিশেষ পরিকল্পনার সুযোগ তৈরি হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে, নির্বাহী আদেশে পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি থাকবে। দিনটি বুধবার পড়ায়, যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একজন কর্মকর্তা ছুটি নেন, তবে ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ার কারণে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, আর নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারে। এছাড়া ধর্মীয় ও সংখ্যালঘু কর্মচারীদের জন্য নির্ধারিত ছুটির মধ্যে মুসলিম ধর্মীয় পর্বে পাঁচ দিন, হিন্দু ধর্মীয় পর্বে নয় দিন, খ্রিষ্টান ধর্মীয় পর্বে আট দিন, বৌদ্ধ ধর্মীয় পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি রয়েছে।
এসি//