আর্কাইভ থেকে বাংলাদেশ

বন দিবসে বন বিভাগের থিম সং প্রদর্শন

বন দিবসে বন বিভাগের থিম সং প্রদর্শন
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে আলাচনাসভা ও সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বন বিভাগের থিম সং প্রদর্শন করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) বন ভবন আগারগাঁওয়ের হৈমন্তি অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত বক্তব্যের পরে বন বিভাগের থিম সং প্রদর্শন করা হয়। প্রদর্শনের আগে থিম সংটি প্রধান বন সংরক্ষকের হাতে তুলে দেন গীতিকার আমিরুল হাছান। থিম সংটির কথা লিখেছেন কবি ও গীতিকার আমিরুল হাছান। গানটির সুরও সংগীত করেছেন বরেণ‍্য সুরকার নাজির মাহমুদ। কণ্ঠ দিয়েছেন কাজী সায়ক ও স্বরলিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণায়য়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ‍্যাপক ড. নিয়াজ আহমেদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন বন | দিবসে | বন | বিভাগের | থিম | সং | প্রদর্শন