আর্কাইভ থেকে ফুটবল

ম্যাচের মধ্যেই ইফতার করতে পারবে ইংলিশ লিগের ফুটবলাররা

ম্যাচের মধ্যেই ইফতার করতে পারবে ইংলিশ লিগের ফুটবলাররা
কিছুদিন আগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে উম্মুক্ত ইফতার আয়োজন করার সংবাদ পাওয়া গেছে। এবার ইপিএলে খেলা চলাকালীন খেলোয়াড়রা যেন ইফতার করার সুযোগ পায় সেই নির্দেশ প্রদান করা হয়েছে লিগের ম্যাচ অফিশিয়ালদের। ইপিএলে অনেক মুসলিম খেলোয়াড় রোজা রেখেই খেলেন। লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ ও চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে এর আগে রোজা রেখেই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। ইফতারের সময় হলে খেলার মধ্যেই কিছু খেয়ে রোজা ভাঙতে দেখা গেছে খেলোয়াড়দের। তবে সে জন্য আগে রেফারির অনুমতি নিতে হয়েছে দলের অধিনায়ককে। স্কাই স্পোর্টসের তথ্য মতে, সন্ধ্যার ম্যাচে ইফতারের সময় হওয়ার পর অফিশিয়ালরা যেন খেলা স্বাভাবিকভাবে থেমে যাওয়ার সময়টায় খেলোয়াড়দের ইফতারের সুযোগ দেন এবং খেলোয়াড়েরা যেন পানীয়জাতীয় খাবার বা এনার্জি জেল খেয়ে রোজা ভাঙতে পারেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের রেফারিদের। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ইংল্যান্ডে ২১ বা ২২ মার্চ রোজা শুরু হবে। সে জন্য ইংল্যান্ডের শীর্ষ চার লিগের অফিশিয়ালদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। রেফারিদের বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে তাঁরা যেন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেন, কোন খেলোয়াড়ের ইফতারের বিরতি প্রয়োজন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যাচের | মধ্যেই | ইফতার | করতে | পারবে | ইংলিশ | লিগের | ফুটবলাররা