একে-ই বুঝি বলে ফাইনাল! ম্যাচের পরতে পরতে দমবন্ধ করা উত্তেজনা! রোমাঞ্চ আর নাটকীয়তায় ঠাসা ছিল নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল বনাম কলম্বিয়ার লড়াই।
নির্ধারিত সময়েই প্রায় হেরে যাচ্ছিল ব্রাজিলের মেয়েরা। কিন্তু শেষ মুহূর্তের গোলে সমতায় ফেরে তারা। অতিরিক্ত সময়ের প্রায় জয় নিশ্চিত করেই ফেলেছিল ব্রাজিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সমতায় ফেরে কলম্বিয়ার মেয়েরা।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেও ছিল চরম নাটকীয়তা। ৫ শটের দুটি করে মিস করে ব্রাজিল ও কলম্বিয়া। ষষ্ঠ শটে ব্রাজিলের লাউনি গোল করলেও ব্যর্থ হন কলম্বিয়ার জোরেলিন কারাভালি। আর শিরোপা জয়ের উল্লাসে মাতে ব্রাজিল।
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করল ব্রাজিল। সব মিলিয়ে কোপা আমেরিকার ১০ আসরের মধ্যে ৯ বারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। কেবল ২০০৬ সালে আর্জেন্টিনার কাছে একটি শিরোপা হাতছাড়া হয়েছিল সেলেসাও নারীদের।