সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলার যুবারা।
ম্যাচের চার মিনিটেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম গোলটি করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এক মিনিট পর দ্বিতীয় গোলটি করেন অপু।
ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ করেছে। বাংলাদেশ গোল ব্যবধান বাড়াতে পারেনি। পাকিস্তানও ম্যাচে ফিরতে পারেনি।
আজ রাতে একই ভেন্যুতে আরেক সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে লড়বে বাংলাদেশ।