আর্কাইভ থেকে ক্রিকেট

আফগানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

আফগানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

ভারত ও নিউজিল্যান্ডকে হারানো পর বিশ্বকাপে হ্যাটট্রিক জয় পেতে এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাবর আজমদের।

শুক্রবার (২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।
 
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লিডসে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার জয় নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান। তবে মাঠের বাইরে এমনকি গ্যালারিতেও সংঘর্ষে জড়িয়েছিলেন আফগানিস্তান ও পাকিস্তানের সমর্থকরা। তবে এবার যেন তেমন কিছু না হয়, সে আহ্বান আগে থেকেই জানিয়ে রাখলেন রশিদ খান।

এদিকে ২০ ওভারের ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে এই দুই দল। তাও ৮ বছর আগে। সেই ম্যাচে ১ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। তবে এই সময়ে টি-টোয়েন্টিতে অভূতপূর্ণ উন্নতি করেছেন রশিদরা। 

পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
 
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমতউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আসগর আফগান, গুলবাদিন নাইব, করিম জান্নাত, রশিদ খান, নাভিন উল হক, মুজিব উর রহমান।  

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানদের | বিপক্ষে | টস | হেরে | ফিল্ডিংয়ে | পাকিস্তান