রাজধানী

২২ কর্মদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না করলে সরকার পতনের হুঁশিয়ারি

আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিল এবং ২২ কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি জানান,  আগামী দুই দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চার দাবি নিয়ে আলোচনা হবে।

রাজনৈতিক দলের উদ্দেশ্যে জাবের বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।

তিনি  বলেন, ‘বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দেব না। আমাদের এই লড়াইটা কেবল শুরু।

এর আগে বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি হত্যা